আমেরিকা

ট্রাম্পের ডিসি হোটেলের লোকসান ৭০ মিলিয়ন!

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মালিকানাধীন ওয়াশিংটন ডিসি হোটেলের আয় নিয়ে মিথ্যা তথ্য দেন বলে কংগ্রেশনাল কমিটির তদন্তে দেখা গেছে৷ জানা গেছে, প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্পের হোটেল লোকসান করেছে ৭০ মিলিয়ন ডলার। কংগ্রেশনাল কমিটি বলছে, কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় লুকাতেই এই ধরণের তথ্য গোপন করা হয়েছে। এর আগে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, তাঁর ডিসি হোটেল থেকে প্রেসিডেন্ট থাকাকালীন তিনি আয় করেছেন ১৫০ মিলিয়ন ডলার। তবে দ্য ট্রাম্প অর্গানাইজেশন এই রিপোর্ট ভিত্তিহীন হিসেবে দাবি করেছে। এক বিবৃতিতে দ্য হাউজ অব রিপ্রেজেনটেটিভস কমিটি অন অভারসাইট এবং রিফর্ম কমিটি বলেন, জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনের (জিএসএ) তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে ট্রাম্প তাঁর হোটেলের আয় নিয়ে 'অতিরঞ্জিত তথ্য' প্রকাশ করেছেন। কমিটি জানায়, হোটেলের লোকসান কাটিয়ে উঠতে ট্রাম্পের হোল্ডিং কোম্পানি ২৪ মিলিয়ন ডলার ভর্তুকি দিয়েছে৷ হোটেলটি হোয়াইট হাউজের অদূরেই অবস্থিত৷ এক বিবৃতিতে ট্রাম্প অর্গানাইজেশন দাবি করেন, এই অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, এর কোনো বাস্তব ভিত্তি নেই। ২০১৬ সালের সেপ্টেম্বরে ডিসি হোটেলটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন প্রাপ্তির কয়েক সপ্তাহ পরেই হোটেলটি খুলে দেওয়া হয়। ২০১৭ সালে ডোলান্ড ট্রাম্প তাঁর নিজের কোম্পানি থেকে পদত্যাগ করেন এবং ট্রাস্টের মাধ্যমে ছেলেরা এটি পরিচালনা করছেন। এলএবাংলাটাইমস/ওএম