আমেরিকা

মিনেসোটায় পানশালায় বন্দুক হামলা: তরুণীর মৃত্যু, আহত ১৪

মিনেসোটার সেন্ট পলে একটি পানশালায় বন্দুক হামলায় ২০ বছরের এক তরুণীর মৃত্যু হয়েছে। এই হামলায় আহত হয়েছেন আরো ১৪ জন। সেন্ট পল পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানায়, রবিবার (১০ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে অফিসাররা ওই পানশালায় পৌঁছে ১৫ জনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ২০ বছর বয়েসী এক তরুণীর মৃত্যু ঘটে। আহত অন্যান্যদের অবস্থা তেমন গুরুতর না৷ এখন পর্যন্ত হামলার সাথে সম্পৃক্ততার অভিযোগে কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, এই হামলার কারণ জানতে ও কী কারণে গুলি ছোঁড়া হয়, সেটি উদ্ধারে পাঁচজন তদন্তকারী কাজ করছেন। প্রাথমিক তথ্যে জানা যায় একাধিক ব্যক্তি এই বন্দুক হামলার সাথে জড়িত ছিল। সেন্ট পলের পুলিশ প্রধান টড এক্সিটেল এক বিবৃতিতে বলেন, 'এই হামলায় যেই তরুণী মারা গেছেন, তার জন্য আমার হৃদয় ভারাক্রান্ত৷ পানশালায় হামলার সময় যে সব মানুষ উপস্থিত ছিল, তাদের এবং স্বজনদের প্রতি সমবেদনা'। এক্সিটেল বলেন, 'যারা এই হামলার সাথে জড়িত তাদের অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে। আমাদের এই ডিপার্টমেন্টে সেরা কয়েকজন তদন্তকারী আছে। এই হামলাকারীদের খুঁজে পাওয়া না পর্যন্ত আমরা থামবো না'। সেন্ট পল পুলিশ জানায়, এই বছর শহরটিতে এটি ৩২ তম খুনের ঘটনা। এলএবাংলাটাইমস/ওএম