আমেরিকা

টিকাগ্রহীতাদের জন্য খুলে দেওয়া হচ্ছে কানাডা ও ম্যাক্সিকো সীমান্ত

আসন্ন নভেম্বর মাস থেকে যেসব বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, তাদের জন্য খুলে দেওয়া হচ্ছে কানাডা ও ম্যাক্সিকো সীমান্ত। এক বিবৃতিতে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানায়, জরুরি প্রয়োজন ছাড়াও এইসব সীমান্ত স্থলপথ ও ফেরি দিয়ে পার হওয়া যাবে। এছাড়া ২০২২ সালের জানুয়ারি থেকে এই সীমান্তগুলো দিয়ে পারাপার হতে টিকা গ্রহণের সনদ দেখাতে হবে। ২০২০ সালের মার্চ মাস থেকে করোনা মহামারির ফলে এই প্রতিবেশি দুই দেশের সাথে সীমান্ত পারাপার বন্ধ রেখেছিল। তবে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে যারা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, তাদের জন্য আকাশপথের ভ্রমণ নীতিমালাও শিথিল করা হয়েছে। বর্তমানে প্রযোজ্য নীতিমালা অনুযায়ী যাদের মার্কিন নাগরিকত্ব নেই, তারা যদি যুক্তরাজ্য, চায়না, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ইরান, ব্রাজিল ও ইউরোপিয়ান কিছু দেশে সর্বশেষ ১৪ দিনের মধ্যে ভ্রমণ করে থাকে, তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না৷ এক বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মেয়রকাস বলেন, 'নিরাপদ ও দীর্ঘস্থায়ী উপায়ে আবারো ভ্রমণ চালু করতে পারায় আনন্দিত'। তবে এই ভ্রমণ নীতিমালা ঠিক কতো তারিখ থেকে কার্যকর হবে সেটি এখনো নিশ্চিত করা যায়নি। গত সপ্তাহে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, দর্শনার্থীদের অবশ্যই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) ও ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) অনুমোদিত টিকা নিতে হবে। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৪২ মিলিয়ন বাসিন্দা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আরো ৬ লাখ ৭০ হাজার বাসিন্দা৷ এলএবাংলাটাইমস/ওএম