আমেরিকা

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো অনুমোদন পেলো ই-সিগারেট

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো একটি ব্র‍্যান্ডের ই-সিগারেট বিক্রির অনুমোদন দিয়েছে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। ভুস ব্র‍্যান্ডের আরজে রেনল্ডসের তিনটি প্রোডাক্ট বিক্রি করতে অনুমোদন দিয়েছে এফডিএ। এফডিএ জানায়, শিশুদের ধূমপানের আসক্তি বন্ধ করতে প্রাপ্তবয়স্কদের জন্য সিগারেট নিষিদ্ধ করার যৌক্তিক কারণ ক্ষীণ। যেই পণ্যগুলো বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো তামাক ফ্লেভারড৷ শিশুদের মধ্যে জনপ্রিয় হচ্ছে মিষ্টি গন্ধযুক্ত তামাক। গত কয়েক দশকে যুক্তরাষ্ট্রে বৃহৎ পরিসরে ই-সিগারেট বিক্রি হয়েছে। তবে কিশোর বয়েসীদের মধ্যে এটি বেশি ছড়িয়ে যাওয়ায় সমস্যা সৃষ্টি হয়েছে। ই-সিগারেট আমদানিকারকরা অনেক আগে থেকেই এফডিএর আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় ছিল। এফডিএ জনস্বাস্থ্যের উপর ই-সিগারেটের প্রভাবগুলো যাচাই বাছাই করে দেখছিল। এলএবাংলাটাইমস/ওএম