আমেরিকা

হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন

প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে মূত্রনালীর সংক্রমণের জন্য ক্যালিফোর্নিয়া ইরভিন মেডিকেল সেন্টারের আইসিইউতে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) তাঁর ডাক্তাররা এই ব্যাপারে নিশ্চিত করেন। বৃহস্পতিবার সন্ধ্যা ইউসি ইরভিন মেডিজেক সেন্টারের চেয়ারম্যান ড. আলপেস আমিন ও বিল ক্লিনটনের ব্যক্তিগত চিকিৎসক ড. লিসা বারডোক একত্রে একটি বিবৃতি দেন। বিবৃতি বলা হয়, ‘তাঁকে নিবিড় পরিচর্যার জন্য আইসিইউতে ভর্তি করা হয়েছে। মূলত, সুরক্ষা ও নিবিড়তার জন্যই তাঁকে আইসিইউতে আনা হয়েছে। বর্তমানে তাঁকে এন্টিবায়োটিক ও স্যালাইন দেওয়া হচ্ছে। দুইদিন টানা ওষুধ চলার পর তাঁর শরীরের অবস্থা পূর্বের চেয়ে ভালো হচ্ছে‘ ডাক্তাররা জানিয়েছে, ক্লিনটন এখন ভাল অবস্থায় আছেন ও  পরিবার এবং কর্মীদের সাথে কথা বলছেন। ক্লিনটন তাঁর ফাইন্ডেশনের একটি ব্যক্তিগত কাজের জন্য ক্যালিফোর্নিয়ায় অবস্থান করছিলেন। এমতাবস্থায়, তিনি অসুস্থবোধ করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাক্তন প্রেসিডেন্টের ডাক্তাররা জানান যে বয়স্ক ব্যক্তিদের মধ্যে মূত্রনালীর সংক্রমণ খুব সাধারণ এবং অতি সহজেই এই সংক্রমণ দূর করা যায়। বর্তমানে ক্লিনটনকে তরল এন্টিবায়োটিক দেওয়া হলেও অতি শীঘ্র তাঁকে ওরাল এন্টিবায়োটিক দেওয়া হবে। ক্লিনটন মুখপাত্র এঞ্জেল উরেনা বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ক্লিনটন নন-কোভিড একটি সংক্রমনের জন্য ইউসিআই মেডিকেল সেন্টারে ভর্তি হন। তিনি এখন ভালো বোধ করছেন। তিনি সকল ডাক্তার, নার্স ও কর্মচারীদেরকে ধন্যবাদ জানিয়েছেন।‘ ক্লিনটন ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি অ্যাটর্নি জেনারেল এবং আরকানসাসের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এলএবাংলাটাইমস/এমডব্লিউ