আমেরিকা

নভেম্বর থেকে টিকাগ্রহীতারা যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতি পাচ্ছে

টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদের জন্য খুলে দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের সীমান্ত। আগামী ৮ নভেম্বর থেকে ৩৩টি দেশের ভ্রমনার্থীদের জন্য সীমান্ত খোলার ঘোষণা দেওয়া হয়েছে। হোয়াইট হাউজ ঘোষিত নতুন নিয়ম অনুসারে যেসব টিকা গ্রহণকারী ব্যক্তির ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করা করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসবে, তারা ভ্রমণ করতে অনুমতি পাবেন। গত বছরের শুরুর দিক থেকে ভ্রমণার্থীদের উপর এসব কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। তবে এবার সেটি শিথিল করা হচ্ছে। হোয়াইট হাউজের এক মুখপাত্র বিবৃতিতে জানান, 'এই পলিসি জনস্বাস্থ্য, কঠোরতা এবং ধারাবাহিকতা বজায় রাখার জন্য তৈরি'। ইউরোপের সেনজেনভুক্ত ২৬টি দেশের উপর এই নিয়ম প্রযোজ্য হবে। এছাড়া যুক্তরাজ্য, ব্রাজিল, চীন, ভারত, ইরান, আয়ারল্যান্ড এবং সাউথ আফ্রিকার উপরও এই নিয়ম প্রযোজ্য হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব বাসিন্দা ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) অথবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) অনুমোদিত টিকার পূর্ণ ডোজ গ্রহণ করবে তারা এই নিয়মের অন্তর্ভুক্ত হবে৷ সেক্ষেত্রে যুক্তরাজ্যের টিকা অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোভ্যাক এবং সিনোফার্মা গ্রহণকারীরা যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমতি পাবে। এছাড়া টিকা গ্রহণকারী ভ্রমণার্থী যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবেনা বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর আগে কানাডা ও ম্যাক্সিকোর সাথে সকল প্রকার সীমান্ত চলাচল খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এলএবাংলাটাইমস/ওএম