আমেরিকা

বান্ধবীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পেলেন যুক্তরাষ্ট্রের ধনাঢ্য ব্যবসায়ী

বান্ধবীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় যুক্তরাষ্ট্রের ধনাঢ্য বিত্তশালী রিয়েল এস্টেট ব্যবসায়ী রবার্ট ডার্স্টকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রবার্ট ডাস্টকে নিয়ে এইচবিও'র একটি ক্রাইম সিরিজ রয়েছে, যার নাম 'দ্য জিনক্স'। ২০০০ সালে ডার্স্ট তার প্রিয় বন্ধু সুসান বর্মনকে খুন করেন। এর কারণ ডার্স্টের স্ত্রী নিখোঁজ ছিল ও সুসান এই বিষয়টি নিয়ে যেনো পুলিশের সাথে কথা বলতে না পারে। বেভেরলি হিলসের এক বাড়ি থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় সুসানের (৫৫) মৃতদেহ পাওয়া যায়। পুলিশের ধারণা রবার্ট ডার্স্ট আরো দুইটি খুনের সাথে জড়িত। লস এঞ্জেলেস কোর্টে এই মামলার রায়টি দেওয়া হয়। রায়ে অভিশংসকরা জানান, ডার্স্ট একজন নার্সিসিস্ট সাইকোপ্যাথ। তবে ডার্স্ট (৭৮) এসব খুনের বিষয়গুলো অস্বীকার করেন। তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রী মার্ডারের অভিযোগ আনা হয়েছে। ফলে প্যারোলে মুক্তির কোনো সম্ভাবনা তার নেই। কারাগারে থেকেই তার মৃত্যুবরণ করতে হবে। সুসান বর্মন একজন ক্রাইম রাইটার ছিলেন। তার পিতা ছিলো লাস ভেগাসের একজন মবস্টার৷ ডার্স্টের স্ত্রী নিখোঁজ হওয়ার পরে সুসান ডার্স্টের মুখপাত্র হিসেবে কাজ করছিলেন। এলএবাংলাটাইমস/ওএম