আমেরিকা

পানশালার বাইরে বন্দুক হামলা: ১ ডেপুটির মৃত্যু, আহত আরো ২

টেক্সাসের হোস্টনে একটি পানশালার বাইরে অতর্কিত বন্দুক হামলায় এক ডেপুটি কনস্টেবলের মৃত্যু হয়েছে ও দুইজন আহত হয়েছেন। ঘটনাস্থলে থাকা অপর কনস্টেবল জানান, শনিবার (১৬ অক্টোবর) একজন বন্দুকধারী হুট করেই কোথাও থেকে এসে দায়িত্বরত ডেপুটিদের উপর গুলিবর্ষণ শুরু করেন। এই সময় ডেপুটিরা পানশালার বাইরে আরেক ব্যক্তিকে আটক করছিল। হোস্টন পুলিশের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চিফ জেমস জোনস বলেন, পুলিশ হামলারীকে খুঁজছে। প্রাথমিকভাবে একজনকে আটক করা হয়েছে৷ তবে আটক ওই ব্যক্তি হামলাকারী নাকি ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী, সেটি নিশ্চিত হওয়া যায়নি। হ্যারিস কাউন্টির ৪নং অঞ্চলের কনস্টেবল মার্ক হারম্যান বলেন, 'হুট করেই অ্যাম্বুশের মুখে পরে পুলিশ সদস্যরা'। কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ২টা ১৫ মিনিটের দিকে এই বন্দুক হামলার ঘটনা ঘটে৷ একটি গণ্ডোগোলের খবর পেয়ে কনস্টেবলরা সেখানে উপস্থিত হয়। জোনস জানান, 'একটি ডাকাতির খবর পেয়ে তারা সেখানে উপস্থিত হয় এবং তখন তাদের কাছে এটি অজানা ছিল'। হারম্যান জানান, দুইজন ডেপুটি একজন ব্যক্তিকে মাটিতে শুইয়ে আটক করছিল। এমন সময় এক ব্যক্তি গাড়ি করে বন্দুক হাতে পিছন থেকে গুলি ছোঁড়ে। গুলির শব্দ শুনে অন্য আরেক কনস্টেবল দৌঁড়ে এসে বন্দুক হাতে নেওয়ার আগেই তার উপর গুলি ছুঁড়েছে ওই হামলাকারী। জোনস জানান, বন্দুকধারী তিনজন কনস্টেবলকেই পিছন থেকে গুলি ছোঁড়ে। হারম্যান বলেন,আহত ডেপুটিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে একজনের মৃত্যু হয়। এখনো তাদের নাম প্রকাশ করা হয়নি। জোনস জানায়, তদন্তকারীদের ধারণা গুলিবর্ষণের দায়ে অভিযুক্ত ব্যক্তির বয়স ২০ বছর। তাকে দ্রুত শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এলএবাংলাটাইমস/ওএম