আমেরিকা

হাইতিতে অপহৃত যুক্তরাষ্ট্রের ১৭ মিশনারি নাগরিক

হাইতিতে যুক্তরাষ্ট্রের ১৭ জন মিশনারির একটি দলকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে৷ ওই দলটিতে শিশুও রয়েছে। শনিবার (১৬ অক্টোবর) এই ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। অপহরণের ঘটনা বিষয়ে জানাশোনা আছে এমন একটি সংস্থা বিভিন্ন ধর্মীয় মিশনে ভয়েস ম্যাসেজের মাধ্যমে এই বিষয়টি জানায়। ওহাইও ভিত্তিক ক্রিশ্চিয়ান এইড মিনিস্ট্রিস সূত্র জানায়, এই মিশনারিরা একটি এতিমখানার ভবন থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছিল। এই সময় তাদের অপহরণ করা হয়। ভয়েস ম্যাসেজে উল্লেখ করা হয় অপহরণকারীদের মনে যেনো অনুতাপ সৃষ্টি হয়। ওই ম্যাসেজে আরো উল্লেখ করা হয় যে ওই মিশনের ফিল্ড ডিরেক্টর ইউএস অ্যাম্বাসীর সাথে এই বিষয়টি নিয়ে কথা বলছে। ফিল্ড ডিরেক্টরের পরিবার এবং অন্য আরেক ব্যক্তি মিনিস্ট্রি বেজে থেকে যায়। ওই দলের বাকিরা এতিমখানা পরিদর্শনে যায় ও অপহরণের শিকার হয়। এখন পর্যন্ত এর বেশি বৃত্তান্ত এখনো জানা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র সরকারের একজন মুখপাত্র জানান অপহরণ এর রিপোর্ট পেয়েছেন ও এই বিষয়ে তারা সচেতন। ওই মুখপাত্র বলেন, 'ডিপার্টমেন্ট অব স্টেটের প্রধান দায়িত্ব ও কর্তব্য হচ্ছে দেশের বাইরে অবস্থানকারী মার্কিনীদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা'। গত জুলাই মাসের ৭ তারিখে হাইতির প্রেসিডেন্ট জোভেনিল মোসেকে গুলি করা হত্যা করে আততায়ীরা। এরপর থেকেই গ্যাং সম্পর্কিত অপহরণ এর ঘটনা বাড়ছে। এলএবাংলাটাইমস/ওএম