আমেরিকা

হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিল ক্লিনটন

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। রবিবার (১৭ অক্টোবর) সকালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ইরভাইন মেডিকেল সেন্টার থেকে ছাড়া পান তিনি। গত মঙ্গলবার (১২ অক্টোবর) নিজ সংগঠনের কাজ করার সময় হঠাত করে অসুস্থ হয়ে পড়েন ৭৫ বছর বয়সী ক্লিনটন। তাৎক্ষণিকভাবে তাঁকে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ইরভাইন মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরবর্তীতে জানা যায়, তিনি মূত্রনালীর সংক্রমণে ভুগছিলেন। পাচদিন হাসপাতালে এন্টিবায়োটিক ও চিকিৎসা নেওয়ার পর পুরো সুস্থ হয়ে উঠেন প্রেসিডেন্ট ক্লিনটন। রবিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে স্ত্রী হিলারি ক্লিনটনের সাথে নিউ ইয়র্কের বাসভবনের পথে রওনা দেন ক্লিনটন। আরকানসাসের অধিবাসী ও ডেমোক্র্যাট দলীয় সাবেক প্রেসিডেন্ট ক্লিনটন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট ছিলেন। ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। তাঁর স্ত্রী হিলারি ক্লিনটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন হিলারি। এলএবাংলাটাইমস/এমডব্লিউ