আমেরিকা

মারা গেলেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কোলিন পাওয়েল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কোলিন পাওয়েল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর মৃত্যুতে যথাযথ মর্যাদায় শোক প্রকাশ চলছে। কোলিন পাওয়েলের পরিবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। সোমবার (১৮ অক্টোবর) সাবেক মিলিটারি অফিসার কোলিন মারা যান। রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনিই প্রথম আফ্রিকান-আমেরিকান হিসেবে রাষ্ট্রীয় এই পদে অধিষ্ঠিত হোন। কোলিন পাওয়েল টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছিলেন। ইরাক যুদ্ধে সমর্থমের জন্য তাঁকে নিয়ে যুক্তরাষ্ট্রে মিশ্র মনোভাব রয়েছে। কোলিনের পরিবার এক বিবৃতিতে বলেন, 'আমরা একজন আদর্শ স্বামী, পিতা, দাদা এবং আমেরিকানকে হারালাম'। সেই সাথে ওয়াল্টার রেইড মেডিকেলের কর্মীদের কোলিনের সেবার জন্য কৃতজ্ঞতা জানানো হয় ওই বিবৃতিতে। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ , বিল ক্লিনটনসহ অন্যান্য রাজনীতিবেদেরা কোলিনের মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেছেন। জর্জ ডব্লিউ বুশ টুইটার পোস্টে বলেন, 'তিনি চমৎকার পাবলিক সারভেন্ট ও ভালো মানুষ এবং বন্ধু ছিলেন। তিনি দুইবার প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম অর্জন করেন'। এলএবাংলাটাইমস/ওএম