আমেরিকা

পদত্যাগ করলেন আফগানিস্তানে নিয়োজিত শীর্ষ মার্কিন দূত

পদত্যাগ করলেন আফগানিস্তানে নিয়োজিত যুক্তরাষ্ট্রের শীর্ষ দূত জালমি খালিলযাদ। আমেরিকান সৈন্য আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার দুই মাসের মাথায় নিজ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। জালমি খালিলযাদের মধ্যস্ততায় তালিবানদের সাথে যুক্তরাষ্ট্র সরকারের আলোচনা হয়। তবে কয়েক মাসের আলোচনার পরেও মিলিটারি ক্ষমতা ব্যবহার করে তালিবানদের ক্ষমতা দখল ঠেকানো যায়নি। কাবুল দখলের পর পুরো দেশের নিয়ন্ত্রন তালিবানদের হাতে চলে আসে। ইউএস সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন জানান খালিলযাদের ডেপুটি থমাস ওয়েস্ট আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে স্থলাভিষিক্ত হবেন। ব্লিঙ্কেন সোমবার (১৮ অক্টোবর) খালিলযাদের পদত্যাগ করার কথা জানিয়ে বিবৃতিতে বলেন, 'আমেরিকানদের জন্য তিনি কয়েক যুগ কাজ করেছেন এবং আমি এর জন্য কৃতজ্ঞ'। খালিলযাদ (৭০) আফগানিস্তানে জন্মগ্রহণ করেন এবং কাবুলে বেড়ে উঠেন। তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা ও জর্জ ডব্লিউ বুশের আমলেও কাজ করে গেছেন। এলএবাংলাটাইমস/ওএম