আমেরিকা

'ট্রুথ সোশ্যাল' নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরছেন ট্রাম্প

নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করার ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটির নাম হবে 'ট্রুথ সোশ্যাল'। তিনি বলেন, নতুন এই প্লাটফর্মটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান গুলোর জন্য হুমকি স্বরূপ হবে যারা যুক্তরাষ্ট্রে ভিন্ন মত রুদ্ধ করে দিতে চায়। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি) আরেকটি সাবক্রিপশনভিত্তিক ভিডিও প্লাটফর্ম চালু করবে বলেও পরিকল্পনা করেছে। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে ক্যাপিটল হিলে হামলার উস্কানি দেওয়ার অভিযোগে ফেসবুক ও টুইটার থেকে নিষিদ্ধ হয়েছেন ট্রাম্প। এরপর থেকেই তিনি ও তাঁর উপদেষ্টারা অন্য আরেক প্রতিদ্বন্দ্বী সোশ্যাল মিডিয়া প্রকাশের ব্যাপারে ঘোষণা দিয়ে আসছেন তারা। এই বছরের শুরুর দিকে তিনি একটি ব্লগ খুলেছিলেন। সেটির নাম দেওয়া হয়েছিল ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প। পরবর্তীতে মাত্র এক মাসের মাথায় সেই ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। ট্রাম্পের উপদেষ্টা জ্যাসন মিলার তখন জানান, বৃহৎ কিছুর অংশ হিসেবে ব্লগটি চালু করা হয় এবং এই বিষয়ে কাজ চলছে এখনো৷ টিএমটিজি এক বিবৃতিতে জানায়, আগামী মাস থেকে ট্রুথ সোশ্যাল গেস্ট ইনভাইট এর প্রক্রিয়া চালু করবে ও ২০২২ সালের মধ্যে দেশজুড়ে এটি পুরোদমে চালু করে দেওয়া হবে। ট্রাম্প লেখেন, 'আমরা এমন একটি দেশে বাস করি যেখানে তালিবান নেতা টুইটার ব্যবহার করতে পারে কিন্তু আপনাদের সবার প্রিয় প্রেসিডেন্টকে চুপ করিয়ে দেওয়া হয়'। 'সবাই আমাকে জিজ্ঞেস করে এসব প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ দাঁড়াচ্ছে না কেনো? আমরা খুব শীঘ্রই তা করতে যাচ্ছি'- বলেন ট্রাম্প। এলএবাংলাটাইমস/ওএম