টেক্সাসের হ্যারিস কাউন্টিতে একটি অ্যাপার্টমেন্ট থেকে একটি শিশুর কঙ্কাল এবং জীবিত তিন শিশুকে উদ্ধার করা হয়েছে।
হ্যারিস কাউন্টি শেরিফ অফিস সূত্র জানায়, রবিবার (২৪ অক্টোবর) এই মর্মস্পর্শী ঘটনা উদঘাটিত হয়।
শেরিফ এড গঞ্জালেজ জানান, জনকল্যাণের অংশ হিসেবে নিয়মিত পরিদর্শনে যায় ডেপুটিরা। এই সময় একটি অ্যাপার্টমেন্ট ভবনে এই অবস্থা দেখতে পাওয়া যায়।
তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে একটি মানুষের খুলি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, এটি কোনো এক শিশুর খুলি।
কর্তৃপক্ষ আরো জানায়, ওই ভবন থেকে আরো তিনটি শিশুকে উদ্ধার করা হয়েছে। তারা ভবনের অ্যাপার্টমেন্ট ইউনিটে পরিত্যক্ত অবস্থায় বাস করছিল।
রবিবার এক সংবাদ বিবৃতিতে গঞ্জালেজ বলেন, এটি একটি ভয়াবহ দৃশ্য ছিল। শিশুগুলো যেভাবে বেঁচে ছিল, সেটি হৃদয়বিদারক। শিশু তিনটির বয়স ১৫, ১০ এবং ৭।
দীর্ঘদিন ধরে বড় শিশুটি ছোট শিশুদের দেখাশোনা করে আসছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারী দলের ধারণা, অন্য যেই শিশুটির মাথার খুলি পাওয়া গেছে, সেটি সম্ভবত তাদের ভাই বা বোন ছিল।
জানা গেছে, মৃত ওই শিশুর খুলি বা দেহাবশেষ ওই অ্যাপার্টমেন্টে ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেগুলো লুকানোর কোনো প্রবণতা ছিল না।
গঞ্জালেজ বলেন, 'আমরা সকল কিছু বিবেচনা করে দেখছি। দেহটি পঁচার সময় শিশুগুলা সেখানেই ছিল'।
তবে এই শিশুরা স্কুলে ভর্তি হয়েছিল কী না, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হ্যারিস শেরিফ কাউন্টি অফিশিয়ালরা শিশুদের কোনো আত্মীয় বা এদের সম্পর্কে তথ্য রয়েছে, এমন কাউকে যোগাযোগ করতে আহবান জানিয়েছেন।
তিনটি শিশুই এখন কাউন্টি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম