আমেরিকা

শীঘ্রই ট্যাক্স রিফান্ড পেতে যাচ্ছেন লাখো মার্কিনী

গত বছর যেসব কর্মহীন মার্কিনী ভাতা গ্রহণ করেছেন, তাদের মধ্যে ৪ লাখ ৩০ হাজার বাসিন্দার ট্যাক্স রিফান্ড প্রক্রিয়া শুরু করেছে আইআরএস। ফেডারেল এজেন্সি সোমবার (১ নভেম্বর) এই তথ্য জানান। আইআরএস জানায়, গত বছর কর্মহীন ভাতা থেকে কর প্রদানের বিষয়টি বাতিল করা হয়েছে৷ আমেরিকান রেসকিউ প্ল্যানের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যেসব বাসিন্দারা ট্যাক্স প্রদান করেছিলেন, তাদের মধ্যে লাখ-লাখ মার্কিনী এই রিফান্ড পেতে যাচ্ছেন। নতুন নিয়মে, যেসব বাসিন্দা বা পরিবার একত্রে ১ লাখ ৫০ হাজার ডলার থেকে কম আয় করেন, তাদের জন্য ২০২০ সালের কর্মহীন ভাতার ১০ হাজার ২০০ ডলার এর জন্য কোনো কর দিতে হবে না। নতুন কিস্তির রিফান্ডের অর্থ দাঁড়াচ্ছে ৫১০ মিলিয়ন। আইআরএস জানায়, এখন পর্যন্ত ১৬ মিলিয়ন ট্যাক্স প্রদানকারীকে তারা শনাক্ত করেছেন, যারা ভাতা গ্রহণ করেছেন এবং অ্যাডজাস্টমেন্ট পাবেন। এখন পর্যন্ত ১১ দশমিক ৭ মিলিয়ন বাসিন্দাকে ট্যাক্স রিফান্ড করা হয়েছে যার মূল্য ১৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। এই অর্থ পেতে বাসিন্দাদের তেমন কিছু করণীয় নেই, স্বয়ংক্রিয়ভাবে এই টাকা পেয়ে যাবেন বাসিন্দারা। এলএবাংলাটাইমস/ওএম