আমেরিকা

পাশ হলো বহুল প্রতীক্ষিত ১ ট্রিলিয়ন ডলারের অবকাঠামো বিল

অবশেষে ইউএস কংগ্রেসে পাশ হলো বহুল প্রতীক্ষিত ১ ট্রিলিয়ন ডলারের অবকাঠামো বিল। এটিকে প্রেসিডেন্ট জো বাইডেনের আভ্যন্তরীণ রাজনৈতিক বিজয় হিসেবে সাব্যস্ত করা হয়েছে। হাউজ অব রিপ্রেজেনটেটিভে বিলটি ২২৮-২০৬ ভোটে পাশ হয়েছে। তবে এই বিল পাশ নিয়ে ডেমোক্রেটদের মধ্যে আভ্যন্তরীণ মতবিরোধ দেখা গেছে। এই বিলটি পাশের পক্ষে ডেমোক্রেটিকদের সাথে ৩০ জন রিপাবলিকান ভোট দেন। আর ছয়জন ডেমোক্র্যাট এই বিলের বিপক্ষে ভোট দেন। হাউজ অব রিপ্রেজেনটেটিভ লিবারেল আইনপ্রণেতাসহ উচ্চাকাঙ্খী সোশ্যাল স্পেডিং বিল পাশ করানোর লক্ষ্য নির্ধারণ করেছে। এদিকে অবকাঠামো বিল পাশের পর এটি প্রেসিডেন্ট জো বাইডেনের অফিস বরাবর পাঠানো হয়। প্রেসিডেন্ট স্বাক্ষর করার পরই এটি আইনে পরিণত হবে। এই অবকাঠামো বিলের আওতায় ৫৫০ বিলিয়ন ডলার হাইওয়ে, রাস্তাঘাট এবং ব্রিজ তৈরি, শহরের ট্রানজিট সিস্টেমের উন্নতিকরণ এবং রেল নেটওয়ার্কতৈরিতেব্যয় করা হবে। এছাড়া ক্লিন এনার্জি, পরিষ্কার পানের পানি এবং উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট স্থাপনেও অর্থ খরচ করা হবে অবকাঠামোগত বিল থেকেই। এলএবাংলাটাইমস/ওএম