টেক্সাসের হোস্টনে একটি মিউজিক ফেস্টিভালের ওপেনিং নাইটে ভিড়ের চাপে আর হুড়োহুড়িতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অনেকেই।
ইমার্জেন্সি কর্মকর্তারা জানান, একটি বড় জনসমুদ্র মানুষদের সামনের দিকে চাপ দিতে থাকলে হট্টগোলের সৃষ্টি হয়।
ট্রাভিস স্কটের অ্যাস্ট্রোওয়ার্ল্ড ফেস্টিভালে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১১ জনের কার্ডিয়াক এরেস্ট হয়েছে এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে আরো আটজনের।
মিউজিক ভেস্টিভালটিতে ৫০ হাজার মানুষ অংশ নেয়। এদের মধ্যে ৩০০ জন কাটাছেঁড়াসহ বিভিন্ন ধরণের আঘাত পেয়েছেন।
স্থানীয় রাজনীতিবিদ ও কাইন্টি জাজ লিনা হিডালগো এটিকে মর্মান্তিক রাত বলে আখ্যা দিয়েছেন।
তিনি বলেন, 'আমাদের হৃদয় চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এই উৎসবগুলোতে মানুষ আনন্দ করতে যায় ও নিজেদের সুখস্মৃতি বাড়াতে চায়। এসব ইভেন্টে যেয়ে কেউ মারা যেতে চায় না'।
হোস্টন ফায়ার চিফ স্যামুয়েল পেনা বলেন, শনিবার ২টা ১৫ মিনিটে এই ঘটমা শুরু হয়। একটি ভিড় পিছন থেকে মানুষদের সামনে ধাক্কা দিতে শুরু করে। এই সময় আগত দর্শনার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে পরে।
এক সময় হুড়োহুড়ি শুরু হয় এবং মানুষজন আহত হতে থাকে। এই ঘটনায় ফেস্টিভালের দ্বিতীয় দিন বাতিল করে দেওয়া হয়।
এলএবাংলাটাইমস/ওএম