আমেরিকা

টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদের জন্য খুললো যুক্তরাষ্ট্রের সীমান্ত

দীর্ঘ ২০ মাস পর টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদের জন্য খুলে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সীমান্ত। সোমবার (০৮ নভেম্বর) থেকে আকাশপথ ও স্থলপথ দুটিই খুলে দেয়া হয়েছে। করোনা মহামারির কারণে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে বিদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন। এই সিদ্ধান্তের ফলে প্রায় ২ বছর পর আবার ৩০টি দেশের বেশি নাগরিকেরা যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ পাচ্ছে। যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় সব দেশ এই নিষেধাজ্ঞার আওতায় ছিল। এর ফলে অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে যায় এবং ট্যুরিজম ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এয়ারলাইন্সে আবার যাত্রী চাপ অনেক বেড়ে যাবে। একই সাথে টেস্ট ও কন্টাক্ট ট্র‍্যাসিং এর চাপও বাড়বে। এর আগে ২০২০ সালের শুরুর দিকে চীনা ভ্রমণার্থীদের উপর সর্বপ্রথম এই নিষেধাজ্ঞা আরোপ হয়। এরপর আরো কিছু দেশের উপর এই নিষেধাজ্ঞা বর্ধিত করা হয়। নতুন ভ্রমণ নির্দেশনা অনুসারে, বিদেশি ভ্রমণকারীদের টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকতে হবে বা উড্ডয়নের ৩ দিনের মধ্যে করোনা নেগেটিভ ফলের সনদ দেখাতে হবে। একই সাথে তাদের পূর্ণ ঠিকানা প্রদান করতে হবে। কিন্তু কোয়ারেন্টাইনে থাকতে হবে না। ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, ইন্টারন্যাশনাল চলাচল ৫০ শতাংশ পর্যন্ত বর্ধিত করা হবে। ডেল্টার চিফ এক্সিকিউটিভ এড বাস্তিয়ান ভ্রমণকারীদের দীর্ঘ লাইন বিষয়ে সতর্ক করেছেন। এলএবাংলাটাইমস/ওএম