আমেরিকা

২ মাসের শিশু কন্যা হত্যার অভিযোগে পিতা গ্রেফতার

রবিবারে (৭ নভেম্বর) ক্যানয়ন কাউন্টি থেকে একজন নিজ কন্যাকে হত্যার সন্দেহে ২৬ বছর বয়সী একজন পুরুষকে গ্রেফতার করা হয়েছে। ২৬  সেপ্টেম্বর রাত ৩টার দিকে গ্রেস লেনের ১৮০০০ নং ব্লক থেকে একটি মেডিকেল উদ্ধারের ডাক আসলে শেরিফের ডেপুটিরা ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থলে তাঁরা শিশুটিকে অচেতন অবস্থায় পায় ও শিশুটির বাবা, মার্সেল জেমস টেলর শিশুটির ওপর সিপিআর দিচ্ছেছিলেন। প্যারামেডিকরা মেয়েটিকে সান্তা ক্লারিটার হেনরি মায়ো নিউহল হাসপাতালে নিয়ে যায় এবং তারপরে তাকে লস এঞ্জেলেসের শিশু হাসপাতাল নিয়ে যায়। সেখানে ২৯ সেপ্টেম্বর শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। কর্তৃপক্ষ জানায়, তদন্তের পরেই মৃত শিশুটির বাবার প্রতি অভিযোগ আনা হয়েছে। টেলরকে বৃহস্পতিবার শেরিফের সান্তা ক্লারিটা ভ্যালি স্টেশনে পুলিশি হেফাজতে  নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে হত্যা ও শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। টেলরের জামিন হিসেবে ২০ লাখ ডলার ধার্য্য করা হয়েছে। সোমবারে (৯ নভেম্বর) তাঁকে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে তোলা হবে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ