আমেরিকা

হাইতিতে অপহৃত মিশনারিদের দুইজনকে মুক্তি দিলো অপহরণকারীরা

গত মাসে হাইতির সন্ত্রাসী সংগঠন দ্বারা অপহৃত ১৮ জন মিশনারির মধ্য থেকে ২ জনকে মুক্তি দেওয়া হয়েছে। অপহৃতদের মধ্যে ১৭ জন যুক্তরাষ্ট্রের নাগরিক ও একজন কানাডার নাগরিক। ক্রিশ্চিয়ান এইড মিনিস্ট্রি রোববার (২১ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করে জানায়, দুইজন নিরাপদে রয়েছেন। তাদের মানসিক অবস্থা ভালো না হলেও তাদের দেখাশোনা চলছে। তবে এখন পর্যন্ত মুক্তি পাওয়া মিশনারি দুইজনের নাম-পরিচয় প্রকাশ করতে পারেনি মিনিস্ট্রি। গত মাসের ১৬ অক্টোবর শিশু ও পরিবারসহ ১৮ জন মিশনারিকে অপহরণ করে হাইতির সন্ত্রাসী সংগঠন। অপহৃতদের মধ্যে পাঁচজন পুরুষ, সাতজন নারী ও পাঁচট শিশু রয়েছে। এর মধ্যে একজন কানাডিয়ার নাগরিক ও অন্য সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক। গত মাসে একটি এতিমখানা পরিদর্শন শেষে হাইতির সন্ত্রাসীর সংগঠন দ্বারা মিশনারি দলের ওই বাসটি অপহৃত হয়। রাজধানীর পোর্ট-ও-প্রিন্সের কাছ থেকে অপহরণটি করা হয়। এই গ্যাংটির নাম ৪০০ মাজোয়ো। অপহরণের পর জনপ্রতি ১ মিলিয়ন ডলার মুক্তিপণ দাবি করে সংগঠনটি। এলএবাংলাটাইমস/ওএম