আমেরিকা

মারা গেছেন রিপাবলিকান সিনেটর বব ডোল

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক এবং প্রেসিডেন্ট পদপ্রার্থী রিপাবলিকান সিনেটর বব ডোলের মৃত্যু হয়েছে। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর৷ তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে এলিজাবেথ ডোল ফাউন্ডেশন। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, 'অত্যন্ত ভারাক্রান্ত মনে আমরা জানাচ্ছি যে সিনেটর রবার্ট বব ডোলে আজকে সকালে ঘুমের মধ্যে মারা গেছেন। গত ৭৯ বছর ধরে তিনি আমেরিকাকে সেবা দিয়ে গেছেন'। এই বছরের শুরুতে ডোল জানিয়েছিলেন যে তাঁর ফুসফুসে ক্যান্সার হয়েছে এবং এর জন্য তিনি চিকিৎসা গ্রহণ করছেন। ১৯৯৬ সালে বিল ক্লিনটনের প্রতিপক্ষ হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ইউএস সিনেটের অন্যতম প্রধান রিপাবলিকান হিসেবে তিনি রাজনৈতিক জীবন পার করেছেন। এলএবাংলাটাইমস/ওএম