আমেরিকা

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৮ লাখ ছাড়ালো

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রেই করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া সোমবার (১৩ ডিসেম্বর) মোট শনাক্তের সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে। করোনায় অপেক্ষাকৃত বয়স্ক বাসিন্দা এবং যারা টিকা গ্রহণ করেননি তাদের মধ্যে হতাহতের সংখ্যা বেশি হয়। ২০২০ সাল থেকে ২০২১ সালে বেশি মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সময়ে আবারও যুক্তরাষ্ট্রে আবারও মৃতের সংখ্যা বেড়ে গেছে। সর্বশেষ ১ লাখ মৃত্যুর ঘটনা ঘটেছে মাত্র ১১ সপ্তাহে। গত শীতকালীন সংক্রমণের পর এতো অল্পসময়ে এতো মৃত্যু হয়নি। সর্বপ্রথম ৬৫০ দিন আগে ওয়াশিংটনের সিয়াটলে প্রথম এক ব্যক্তির করোনায় মৃত্যু ঘটেছিল। ফাইজারের টিকা প্রথম অনুমোদনের পর এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ বাসিন্দা। এলএবাংলাটাইমস/ওএম