আমেরিকা

যুক্তরাষ্ট্রকে কড়া হুশিয়ারি দিলো চীন

চীনের বিরুদ্ধে ‘প্রতিহিংসামূলক নিষেধাজ্ঞার’ প্রতিবাদ জানিয়েছে বেইজিং।  চীন জানায়, রাজনৈতিক উস্কানিমূলক পদক্ষেপ নিলে সেটির চরম খেসারত দিতে হবে যুক্তরাষ্ট্রকে। সাম্প্রতিককালে মানবাধিকার লংঘনের অভিযোগে  উত্তর কোরিয়া,মায়ানমার, বাংলাদেশ ও চীনের একাধিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই নিয়ে ইতোমধ্যে বাংলাদেশ প্রতিবাদ করেছে। তারপরেই প্রতিবাদ জানালো চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এই নিষেধাজ্ঞাগুলোকে ‘প্রতিহিংসামূলক’ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে আহ্বান করবো যাতে তাঁরা অতিদ্রুত এইসকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।‘ তিনি আরো বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র তাদের অপরিনামদর্শী কর্মকান্ড অব্যাহত রাখে, তাহলে আমরা এর জবাব দিতে বাধ্য হব।‘ নিষেধাজ্ঞাগুলো বাইডেনের সামিট ফর ডেমোক্রেসির কর্মকান্ডের অংশ। দুইদিন ব্যপী এই বৈঠকে বাইডেন বিশ্বব্যপী গনতান্ত্রিক রাষ্ট্রদের প্রতি তাঁর সমর্থন ও সমুন্নিত উন্নয়নের জন্য বিভিন্ন কাজ ঘোষণা করেছেন। এলএবাংলাটাইমস/এমডব্লিউ