আমেরিকা

কলোরাডোয় দাবানলে তিনজনের মৃত্যুর আশঙ্কা

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কলোরাডোর ভয়াবহ দাবানলে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দাবানলের পর থেকে এখন পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছেন ও তাদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।    দাবানলের প্রভাব বেশ কয়েকটি শহরে পড়েছে। এতে শতাধিক বাড়িঘর পুড়ে গেছে এবং হাজারো বাসিন্দাকে অন্যত্র সরে যেতে হয়েছে।   এর আগে স্থানীয় শেরিফ অফিস সূত্র জানিয়েছে, এই ঘটনায় কোনো মৃতের ঘটনা ঘটেনি। তবে অন্য আরেকজন মুখপাত্র বিষয়টিকে ভুল বলে সাব্যস্ত করেছেন।   এখন পর্যন্ত নিখোঁজদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, ৯১ বছর বয়েসী এক নারী আগুনে আটকে যায় বলে তার পরিবার জানায়। সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানা যায়, বোল্ডার কাউন্টিতে ৬ হাজার একর জমি সম্পূর্ণ পুড়ে গেছে এবং ১ হাজার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। শুষ্ক আবহাওয়ার প্রেক্ষিতে এই দাবানল শুরু হয়েছে এবং তুষারপাতের প্রভাবে আবার দাবানল নিয়ন্ত্রণেও চলে এসেছে। বোল্ডার এরিয়াতে অন্তত ১০ ইঞ্চি তুষারপাতের ঘটনা ঘটেছে। এর ফলে যারা নিখোঁজ হয়েছেন তাদের উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। এখনো দাবানলের সূত্রপাতের সঠিক কারণ জানা যায়নি। এলএবাংলাটাইমস/ওএম