আমেরিকা

যুক্তরাষ্ট্রে একদিনে করোনা আক্রান্ত ১০ লাখ!

যুক্তরাষ্ট্রে আবারো দৈনিক করোনা আক্রান্তের রেকর্ড হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের মূল ঢেউ এখনো পুরোপুরি শুরু হয়নি। সোমবার (৩ জানুয়ারি) দেশে ১০ লাখ ৮০ হাজার ২১১ জন বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন। পৃথিবীর যে কোনো দেশের জন্য এটিই দৈনিক সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। জনস হপকিন্স ইউনিভার্সিটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। দেশে মোট আক্রান্তের অধিকাংশের দেহেই ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।    প্রেসিডেন্ট জো বাইডেন ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে তার পদক্ষেপের কারণে সমালোচনার মুখে রয়েছেন। ওমিক্রন এর ঢেউ শুরু হওয়া সত্ত্বেও তিনি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার কথা বলেছেন। তবে সাম্প্রতিক সময়ে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা আগের সময়ের থেকে অনেক কম আছে। তবে ধীরে ধীরে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। ওমিক্রনের প্রভাবে দেশ অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনি ফাউসি বলেন, মূল সংক্রমণের ঢেউ আরও সপ্তাহ খানেক বাদে শুরু হবে।   এলএবাংলাটাইমস/ওএম