আমেরিকা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট যুক্তরাষ্ট্রের

গ্লোবাল পাসপোর্ট ইনডেক্সর ২০২২ সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে যুক্তরাষ্ট্রের পাসপোর্টকে চিহ্নিত করেছে। পর্তুগালভিত্তিক কনসালটেন্সি ফার্ম, গ্লোবাল সিটিজেন জানায় যে জীবনমাত্রার মান, বিনিয়োগ ও বর্ধিত গতিশীলতার সূচকের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের পাসপোর্টকে ২০২২ সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে চিহ্নিত করা যায়। শক্তি নির্নয়ের জন্য তাঁরা জীবনযাত্রার মানের উপর ২৫ শতাংশ গুরুত্ব, বিনিয়োগ ক্ষেত্রের ওপর ২৫ শতাংশ  ও বর্ধিত গতিশীলতার সূচকের ওপর ৫০ শতাংশ গুরুত্ব দেয়। বর্ধিত গতিশীলতা বলতে মূলত ভিসাছাড়া শুধুমাত্র পাসপোর্ট দিয়ে কয়টি দেশ বা স্থান ভ্রমন করা যাবে তা বোঝায়। মূলত বর্ধিত গতিশীলতার সূচক ব্যবহার করেই পাসপোর্টের শক্তি নির্নয় করা হয়।  সংস্থাটির গবেষণা অনুযায়ী, বিনিয়োগের সুযোগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র চার নম্বর স্থানে আছে। মোট জাতীয় আয় ৬৬,০৮০ ডলার ও ৩৭ শতাংশ ব্যক্তিগত কর হওয়ায় বিনিয়োগকারীদের জন্য যুক্তরাষ্ট্র একটি লোভনীয় স্থান। জীবনযাত্রার মানের দিকে যুক্তরাষ্ট্র তালিকার ২৩ নম্বর স্থান দখল করে আছে। বিশ্বের ১৭২টি দেশ যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে ভিসাছাড়া ভ্রমণ করার সুযোগ দেয় যার কারণে যুক্তরাষ্ট্র ভিসাবিহীন ভ্রমন বা ভিসা অন এরাইবাল তালিকার ১০ নম্বর স্থানে আছে। গ্লোবাল সিটিজেন সলিউশনসের ম্যানেজিং ডিরেক্টর প্যাট্রিসা কাসাবারি বলেন,’যুক্তরাষ্ট বিনিয়োগকারীদেরকে একটি মিশ্র বিনিয়োগক্ষেত্র ও বৃহৎ গ্রাহকসংখ্যা যোগাড় করে দেয়।‘ কাসাবারি বলেন, ‘মূলত তিনটি ক্ষেত্রের ভারসাম্য বজায় রেখেই তালিকা তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্র বিনিয়োগ ক্ষেত্র, জীবনযাত্রার মান বা বর্ধিত গতিশীলতার সূচকের তালিকার শীর্ষে নেই। কিন্তু এই তিনটির ভারসাম্য যুক্তরাষ্ট্র ভালোমত বজায় রেখেছে। যার কারণে সিঙ্গাপুরসহ ইত্যাদি দেশের পাসপোর্টকে টেক্কা দিয়েছে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট।‘ গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, শীর্ষ ১০ পাসপোর্ট হলো- - মার্কিন যুক্তরাষ্ট্র - জার্মানী - কানাডা - নেদারল্যান্ডস  - ডেনমার্ক - সুইডেন  - যুক্তরাজ্য  - ফিনল্যান্ড  - নরওয়ে  - নিউজিল্যান্ড  এলএবাংলাটাইমস/এমডব্লিউ