আমেরিকা

পুনরায় নির্বাচনে অংশ নিচ্ছেন সিনেটর জন থুইন

শনিবারে (৮ জানুয়ারি) দক্ষিণ ডাকোটার সিনেটর জন থুইন ঘোষণা দিয়েছেন তিনি পুনরায় ২০২২ সালের সিনেটর নির্বাচনে অংশগ্রহণ করবেন। একটি বিবৃতিতে তিনি বলেন,’আমি সর্বদাই শপথ করেছি যে কাজ যতোই কঠিন হোক না কেন, আমি তা করে যাব। এইজন্য আমি দক্ষিণ ডাকোটার বাসিন্দাদের কাছে আরেকবার কাজ করার সুযোগ চাই।‘ ৬১ বছর বয়সী থুইন এ নিয়ে তিনবার দক্ষিণ ডাকোটার সিনেটর হিসেবে কাজ করছেন। ধারণা করা হয় যে, রিপাবলিকান লিডার মিচ ম্যাককনেলের উত্তরসূরি তিনি। সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তাঁর মনোমালিন্য ছিলো। থুইন রিপাবলিকানদের মধ্যে অন্যতম যে সর্বপ্রথম ইলেক্টোরাল কলেজের রেজাল্ট মেনে নেন। তিনি নির্বাচনের ফলাফল বিনাবাক্যবয়ে মেনে নেওয়ায় ট্রাম্প তাঁর বিরুদ্ধে অবস্থান নেন। এলএবাংলাটাইমস/এমডব্লিউ