আমেরিকা

ইউনাইটেড এয়ারলাইন্সের ৩ হাজার কর্মীর করোনা শনাক্ত

ইউনাইটেড এয়ারলাইন্স মঙ্গলবার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের মোট কর্মীদের ৪ শতাংশ বা ৩ হাজার কর্মী ইতোমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত কারও করোনায় মৃত্যু হয়নি বা কাউকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়নি।    সাম্প্রতিক সময়ে ওমিক্রনের প্রভাবে করোনা সংক্রমণ ক্রমেই বাড়ছে, সেই সাথে ভ্যাকসিন ম্যান্ডেট নিয়েও সমালোচনা শুরু হয়েছে। শুক্রবারে ইউএস সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট জো বাইডেন নির্দেশিত ভ্যাকসিন ম্যান্ডেট বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাবনা অনুসারে, যেসব প্রতিষ্ঠানে ১০০ বা এর বেশি কর্মী রয়েছে তাদের বাধ্যতামূলক টিকা বা করোনা পরীক্ষা করাতে হবে। তবে বাইডেনের এই নির্দেশনা নিয়ে চ্যালেঞ্জ করেছে বেশকিছু প্রতিষ্ঠান।    কর্মীদের করোনা শনাক্ত হওয়ায় ইতোমধ্যে ইউনাইটেড এয়ারলাইন্সে কর্মী সংকট সৃষ্টি হয়েছে এবং ফ্লাইট শিডিউল দেরি হচ্ছে। ইতোমধ্যে ডিসেম্বর মাসে বাজে আবহাওয়া আর কর্মী সংকটের কারণে ৩ হাজার ফ্লাইট বাতিল হয়ে গেছে। ইউনাইটেড এয়ারলাইন্সের চিফ এক্সিকিউটিভ স্কট কিরবি মঙ্গলবার এক বিবৃতিতে জানান, আমাদের প্রতিষ্ঠানটি নিয়ার-টার্ম শিডিউল বাতিল করে দিচ্ছে যেন কর্মী সংকট এবং অন্যান্য রিসোর্স পুনরায় সঠিকভাবে কাজে লাগানো যায়’। মঙ্গলবার ইউনাইটেড এয়ারলাইন্সের ১৪৯টি বা অন্তত ৭ শতাংশ ফ্লাইট বাতিল হয়ে গেছে। ফ্লাইটঅ্যাওয়ার ডট কম এই বিষয়টি নিশ্চিত করেছে।   এলএবাংলাটাইমস/ওএম