টেক্সাসের রিয়াল কাউন্টির শেরিফ ন্যাথান জনসনের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
টেক্সাসের জন নিরাপত্তা অধিদপ্তরের মুখপাত্র এরিকা মিলার জানান, গতমাসে এই অভিযোগের ভিত্তিতে টেক্সাস রেঞ্জার্স ও টেক্সাসের এটর্নি জেনারেলের অফিস শেরিফ জনসনের বাসায় অনুসন্ধান চালিয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, শেরিফ জনসন ট্রাফিক স্টপগুলোতে অবৈধ অভিবাসীদের থেকে টাকা, ইলেকট্রনিকস, ডিজিটাল স্টোরেজ ডিভাইসসহ ইত্যাদি কেঁড়ে নিয়েছেন।
এখন পর্যন্ত জনসনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোন অভিযোগপত্র দায়ের করা হয়নি। এব্যাপারে টেক্সাসের এটর্নি জেনারেলের অফিস ও শেরিফ জনসন কেউ কোন মন্তব্য করেনি।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ