আমেরিকা

যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে শীতকালীন ঝড়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজারো বাসিন্দা

যুক্তরাষ্ট্র এবং কানাডায় আঘাত হেনেছে তীব্র শীতকালীন ঝড়। এর প্রভাবে দুই দেশের বিভিন্ন অঞ্চলে তুষার ও বরফ পড়েছে। ইতোমধ্যে ৮০ মিলিয়ন মানুষের উপর ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে।    ইতোমধ্যে সাউথ-ইস্টার্নের বিভিন্ন রাজ্যের ১ লাখ ৪৫ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। সেই সাথে হাজারো ফ্লাইট বাতিল করা হয়েছে।   ভার্জিনিয়া, জর্জিয়া এবং নর্থ ও সাউথ ক্যারোলিনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। দ্য ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, বিভিন্ন অঞ্চলে এক ফুটের মতো বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। এনডব্লিউএস সতর্ক করে জানিয়েছে, তুষার এবং বরফ এর কারণে ভ্রমণ ঝুঁকিপূর্ণ, বিদ্যুৎ বিভ্রাট এবং গাছ উপড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।   গণমাধ্যম সূত্র জানিয়েছে, হাইওয়ে পেট্রোল এর বরাতে একাধিক সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। একই সাথে বৈরি আবহাওয়ার প্রভাবে উপকূলীয় অঞ্চলে বন্যার সম্ভাবনা রয়েছে। নিউ ইয়র্ক সিটি এবং কানেকটিক্যাট এর কিছু অংশে রাস্তা এবং ভবন বিধ্বস্তের সম্ভাবনা রয়েছে। ফ্লাইটএওয়ার ডাটা ট্রাকিং ওয়েবসাইট জানায়, যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার প্রায় ৩ হাজারের উপর ফ্লাইট বাতিল হয়ে গিয়েছে। সাউথ ক্যারোলিনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার বাসিন্দাদের বাধ্য না হলে সড়কে যেতে মানা করেছেন। তিনি বলেন, ‘এটি একটি খুবই বাজে ঝড় হতে যাচ্ছে। ওটি উইকেন্ডে আঘাত হানবে এবং সোমবারেও এটি অব্যাহত থাকবে’। এলএবাংলাটাইমস/ওএম