আমেরিকা

পদত্যাগ করলেন মিলিটারি হাউজের ডিরেক্টর মাজু ভারগিজ

শুক্রবারে (২১ জানুয়ারি) হোয়াইট হাউজের মিলিটারি হাউজের ডিরেক্টর মাজু ভারগিজ পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেনের হয়ে কাজ করার পূর্বে তিনি ওবামা প্রশাসনের হয়ে কাজ করেছেন। ভারগিজ বলেন,’হোয়াইট হাউজের হয়ে কাজ করলে, আপনার বাকি সবকাজ ও দায়িত্ব ত্যাগ করতে হবে। এখন, আমি আমার কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মাঝে ভারসাম্য আনতে চাই।‘ ভারগিজ বাইডেন প্রশাসনে যোগদানের পূর্বে ওবামা প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ন পদে কাজ করেছেন। তাঁর পরবর্তী লক্ষ্য সম্পর্কে তিনি কিছু বলেননি। তাঁর পদে কাকে নিয়োগ দেওয়া হবে, সে ব্যাপারে হোয়াইট হাউজ থেকে কিছু জানানো হয়নি। এলএবাংলাটাইমস/এমডব্লিউ