মঙ্গলবারে (১ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্জি লাভরভের মধ্যে একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। ফোনালাপে ব্লিনকেন জানান, রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষার ব্যাপারে বিনিময়মূলক সম্পর্ক চালিয়ে যেতে প্রস্তুত আছে।
ব্লিনকেন স্পষ্ট করে জানান যে, নিরাপত্তা এবং প্রতিরক্ষার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে বিনিময়মূলক সম্পর্ক এবং আলোচনা যেতে প্রস্তুত। মুখপাত্র নেড প্রাইস একটি বিবৃতিতে বলেন, ‘ ব্লিনকেন ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক শান্তির ওপর জোর দেন। তিনি জানান, সকল দেশেরই স্বেচ্ছায় নিজেদের পররাষ্ট্রনীতি বেছে নেবার অধিকার আছে। তিনি রাশিয়াকে দ্রুত ইউক্রেনের সীমান্ত হতে সেনা প্রত্যাহারের অনুরোধ জানান,’
ব্লিনকেন আরো জানান যে যদি রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালায় তাহলে সেটি কড়াভাবে প্রতিহত করা হবে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ