আমেরিকা

আবারও বৃদ্ধি পেলো গ্যাসোলিনের মূল্য

বিগত ৩ সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে এক গ্যালন রেগুলার গ্রেড গ্যাসোলিনের মূল্য ১৫ সেন্ট বৃদ্ধি পেয়েছে। ইন্ড্রাস্টি এনালিস্ট ট্রিলবি লুন্ডবার্গ জানান, অপরিশোধিত তেলের মূল্য বাড়ায় এই মূল্য বৃদ্ধি পেয়েছে। সান ফ্রান্সিসকো বে এরিয়াতে এক গ্যালন গ্যাসোলিনের মূল্য ৪ দশমিক ৭৫ ডলার যা দেশের মধ্যে সর্বোচ্চ। অপরদিকে, দেশের সর্বনিম্ন গ্যাসোলিনের মূল্য ৩ দশমিক ০৫ ডলার যা হুস্টনে পাওয়া যাচ্ছে। সার্ভে অনুযায়ী, ডিজেলের গড়মূল্য ৩ দশমিক ৯১ ডলার। বিগত ৩ সপ্তাহে ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে ২১ সেন্ট। এলএবাংলাটাইমস/এমডব্লিউ