আমেরিকা

পদত্যাগ করছেন হোয়াইট হাউজের ডিরেক্টর অফ ব্রডকাস্ট মিডিয়া

হোয়াইট হাউজের ডিরেক্টর অফ ব্রডকাস্ট মিডিয়া, মারিয়াল সাইজ পদত্যাগ করে প্রাইভেট সেক্টরে যোগদান করছেন । তিনি বাইডেন প্রশাসনের হয়ে মূলত টেলিভিশন মিডিয়া নিয়ন্ত্রণ করতেন। বাইডেন প্রশাসনের হয়ে কাজ করার পূর্বে সাইজ হাউজ মেজোরিটি লিডার স্টেনি হোয়ের হয়ে ১০ বছর কাজ করেছেন, নির্বাচনের পূর্বে তিনি বাইডেন প্রশাসনের প্রচারনার কার্যক্রম চালিয়ে ছিলেন। সাইজ একটি বিবৃতিতে বলেন,’ প্রেসিডেন্টের ডিরেক্টর অফ ব্রডকাস্ট মিডিয়ার হয়ে কাজ করার অভিজ্ঞতাটা আমার জীবনের সর্বোচ্চ অর্জন। আমি আমার সকল সহকর্মীদের ধন্যবাদ ও শুভকামনা জানাই।‘ এলএবাংলাটাইমস/এমডব্লিউ