আমেরিকা

আরকানাসে বন্দুক হামলায় ১ জনের মৃত্যু, ৬ শিশুসহ আহত ২৪

আরকানাসের ডুমাস শহরে শনিবার (১৯ মার্চ) একটি কার শো’র বাইরে বন্দুক হামলার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং ৬ শিশুসহ ২৪ জন আহত হয়েছেন। আরকানাস পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন। আরকানাস চিল্ড্রেনস হসপিটাল সূত্রমতে, শিশুদের মধ্যে কেউই গুরুতর আহত হয়নি। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালের মিডিয়া রিলেশন ম্যানেজার হিলারি ডেমিল্লো জানান, ১৮ বছরের কম বয়সী ৬টি শিশু হাসপাতালে আহত হয়ে ভর্তি হয়। তবে তাদের কেউ গুরুতর হতাহত হয়নি। তাদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।   আরকানাস স্টেট পুলিশ সূত্র জানিয়েছে, এই বন্দুক হামলায় একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় এক কার শো’তে হামলা চালিয়ে দুর্বৃত্তরা এই হতাহত ঘটিয়েছে। পুলিশ জানায়, বন্দুক হামলার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এছাড়া আরও দুইজনকে এই হামলার সাথে যুক্ত থাকার অভিযোগে খুঁজছে পুলিশ। হুড-নিক ফাউণ্ডেশন এবং ডেল্টা নেইবারহুড এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন এই কার শো’র আয়োজন করে। এদের লক্ষ্য হচ্ছে ডুমাস-অঞ্চলের তরুণদের শিক্ষণীয় প্রোগ্রামের আয়োজন করা।   এলএবাংলাটাইমস/ওএম