আমেরিকা

হাসপাতালে ভর্তি আছেন সুপ্রিম কোর্টের বিচারপতি থমাস

সুপ্রিম কোর্টের বিচারপতি ক্লিয়ারেন্স থমাস অসুখে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২০ মার্চ) সুপ্রিম কোর্ট এই তথ্য প্রকাশ করেছে। এক বিবৃতিতে সুপ্রিম কোর্ট জানায়, ক্লিয়ারেন্স থমাস (৭৩) ওয়াশিংটন ডিসির শিবলি মেমোরিয়াল হাসপাতালে ভর্তি আছেন। শুক্রবার ফ্লু-জনিত বা এই সংক্রান্ত কোনো প্রদাহে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হোন তিনি। দুইদিন ধরে হাসপাতালে ভর্তি থাকলেও এই খবর কেনো আগে প্রকাশ করা হয়নি, সেই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি সুপ্রিম কোর্ট। থমাসকে বর্তমানে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হচ্ছে এবং তাঁর লক্ষণগুলো উন্নতির দিকে। দিন দুয়েকের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি। এদিকে সোমবার থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেন মনোনীত প্রার্থী কেটাঞ্জি ব্রাউন জ্যাকসনের শুনানি শুরু হতে যাচ্ছে। আগামী চারদিন ব্যাপী সিনেটে এই শুনানি চলবে। থমাস শুনানিতে অংশ নিতে না পারলেও সিলেকশনে অংশ নিবেন বলে জানানো হয়। ১৯৯১ সাল থেকে থমাস সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সেশনের পর তিনি পদ থেকে অবসর নিবেন। এলএবাংলাটাইমস/ওএম