আমেরিকা

পুতিন রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে কঠিন জবাব দেব: বাইডেন

রাশিয়া যদি ইউক্রেনের উপর রাসায়নিক অস্ত্র হামলা চালায়, তবে ন্যাটো এর উপযুক্ত জবাব দিবে বলে রাশিয়াকে হুশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে রাসায়নিক অস্ত্র হামলার জবাবে নির্দিষ্ট কোন পদক্ষেপ নেওয়া হবে, সেই বিষয়ে স্পষ্ট করেননি তিনি। বর্তমানে ইউরোপের মিত্রদেশগুলোর সাথে আলোচনার জন্য ইউক্রেনে অবস্থান করছেন বাইডেন। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষে এ কথা বলেন তিনি। ব্রাসেলসের ন্যাটোর সম্মেলনে ইউক্রেন সীমান্তে সামরিক শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেন জোটটির নেতারা। এই শক্তি বাড়ানোর অংশ হিসেবে ইউরোপের পূর্বাঞ্চলীয় বহরে ৪০ হাজার সেনাসদস্য পাঠানো হবে বলে একমত হন তাঁরা। এ ছাড়া রাসায়নিক, জৈব, তেজস্ক্রিয় ও পারমাণবিক হুমকির বিরুদ্ধে ন্যাটোর প্রস্তুতি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। সম্মেলন শেষে পুতিনকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (পুতিন) যদি এটি (রাসায়নিক অস্ত্র) ব্যবহার করেন, তাহলে আমরা জবাব দেব। রাসায়নিক অস্ত্র ব্যবহারের ধরনের ওপর নির্ভর করবে আমাদের জবাব কেমন হবে।’ রুশ হামলা শুরুর পর থেকেই ন্যাটোর সহায়তা চেয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি নো-ফ্লাই জোন কার্যকরেরও দাবি জানিয়ে আসছেন। জবাবে এর মধ্যেই ন্যাটোর সদস্যভুক্ত বেশ কয়েকটি দেশ সামরিক সহায়তা পাঠিয়েছে। গতকালের ন্যাটোর সম্মেলনে এক ভিডিও কলে একই দাবি করেন জেলেনস্কি। রাশিয়ার পরবর্তী লক্ষ্য ন্যাটো হতে পারে- এমন হুঁশিয়ারিও দেন তিনি। চলমান পরিস্থিতিতে ইউক্রেনের প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থন জানানোর অংশ হিসেবে জরুরি ভিত্তিতে ইউরোপ সফর শুরু করেছেন বাইডেন। এই ধারাবাহিকতায় আজ শুক্রবার পোল্যান্ডের জেসোভ শহর সফর করবেন তিনি। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরবর্তী শহরটিতে বাইডেনকে স্বাগত জানাবেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা। এলএবাংলাটাইমস/ওএম