আমেরিকা

শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার পরিক্ল্পনায় নেই আমেরিকার: ব্লিংকেন

রাশিয়া বা অন্য কোনো দেশের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার কোনো পরিকল্পনা আমেরিকার নেই বলে জানিয়েছেন ইউএস সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেন। এর একদিন আগে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকার গ্রহণযোগ্যতা হারিয়েছেন। পোল্যান্ডে দেওয়া বক্তৃতার শেষে তিনি এই কথা বলেন। ব্লিংকেন জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন বলতে চেয়েছেন ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার অধিকার রাখে না। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেনের এই মন্তব্যকে নিয়ে ক্রেমলিন জানান, ‘পুতিন ক্ষমতায় থাকবে কী না, সেটি ঠিক করবে রাশিয়ার মানুষ’। ব্লিংকেন বলেন, ‘গতকালে প্রেসিডেন্ট জো বাইডেন এটি স্পষ্ট করেছেন যে ভ্লাদিমির পুতিন চাইলেই যথেচ্ছভাবে ইউক্রেনের উপর সহিংসতা ছড়ানোর অধিকার রাখে না’। তিনি বলেন, আমরা আবারও স্পষ্ট করতে চাই যে রাশিয়া বা পৃথিবীর অন্য কোথাও শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার কোনো পরিকল্পনা আমাদের নাই। ব্লিংকেন বলেন, ‘এটি রাশিয়ার নাগরিকদের বিষয়, তারাই এই ব্যাপারটা স্পষ্ট করবে’। এলএবাংলাটাইমস/ওএম