আমেরিকা

ইউটাহ রাজ্যে রুপান্তরকামী তরুণদের নারীদের খেলায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা

ইউটাহ রাজ্যে রুপান্তরকামী তরুণ ক্রীড়াবিদদের নারী-কিশোরী স্পোর্টস দলে যোগদান দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবারে (২৫ মার্চ) রাজ্যের রিপাবলিকান আইনপ্রণেতারা এই সিদ্ধান্ত নেয়। এইচবি১১ নামক বিলটি এই সপ্তাহের শুরুতেই গভর্ণর স্পেন্সার কক্স ভেটো দেন। কক্স জানান, এই বিলের কোন দরকার নাই এবং এই বিলটি এমন এক গোষ্ঠীকে আঘাত করবে যাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। কিন্তু ইউটাহ সিনেটে ২১-৮ এবং স্টেট হাউসে ৫৬-১৮ ভোটের ব্যবধানে এই বিলটি পাশ করা হয়। ইউটাহ রাজ্যের আইন বলে যে, জন্মগতভাবে পুরুষ হিসেবে পরিচিত কোন ব্যক্তি চাইলেই মেয়েদের দলে মেয়ে হিসেবে অংশগ্রহণ করতে পারবে না। লিঙ্গ নির্ধারণের জন্য ব্যক্তিটির বাহ্যিক লৈঙ্গিক বৈশিষ্ট্যকে প্রাধাণ্য দেওয়া হবে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ