আমেরিকা

পদত্যাগ করছেন নেব্রাস্কার রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ জেফ ফরটেনবেরি

শনিবারে (২৬ মার্চ) নেব্রাস্কার রিপাবলিকান রিপ্রেজেন্টিভ জেফ ফরটেনবেরি জানিয়েছেন যে তিনি খুব শীঘ্রই কংগ্রেস থেকে পদত্যাগ করছেন। সাম্প্রতিক কালে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত ফরটেনবেরি বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে প্রমাণিত হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।  ফরটেনবেরি বলেন, ‘আমার বর্তমান পরিস্থিতির কারণে আমি ঠিকমতো কাজ করতে পারব না। তাই, আমি পদত্যাগ করছি’। মার্চ মাসের ৩১ তারিখ থেকে এই পদত্যাগ কার্যকরিত হবে। ফরটেনবেরির পদত্যাগের কারণে নাভরাস্কার ১নং কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে পদশূন্যতা তৈরি হবে। এর কারণে গর্ভনর পিট রিকেটস একটি বিশেষ নির্বাচন আহ্বান করবেন। ফরটেনবেরির বিরুদ্ধে তাঁর ২০১৬ সালের নির্বাচন প্রচারণা অবৈধ অর্থ ব্যবহারের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছিলো। বৃহস্পতিবারে (২৪ মার্চ) এই অভিযোগ প্রমাণিত হওয়ায় ফরটেনবেরিকে পদত্যাগ করার জন্য হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এবং রিপাবলিকান লিডার কেভিন ম্যাকার্থি চাপ দিচ্ছিলেন। এলএবাংলাটাইমস/এমডব্লিউ