আমেরিকা

শেষ হতে যাচ্ছে বিতর্কিত ‘টাইটেল ৪২’ পলিসি

অবশেষে শেষ হতে যাচ্ছে মার্কিন সীমান্তে ব্যবহৃত বহুল সমালোচিত ‘টাইটেল ৪২’ পলিসি। শুক্রবারে (০১ জুলাই) বাইডেন প্রশাসন এই খবর নিশ্চিত করে। হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি আলেহান্দ্রো মায়োরকস জানান যে ২৩ মে-এর মধ্যে টাইটেল ৪২- এর ব্যবহার প্রত্যাহার করা হবে। কিন্তু, এই মাঝামাঝি সময় এই পলিসি কার্যকর থাকবে। এই ব্যাপারে মায়োরকস বলেন,’ টাইটেল ৪২ কোন অভিবাসন নীতি না। বরং, এটি সিডিসির উপদেশে গৃহীত মহামারীর বিস্তাররোধে গৃহীত একটি পলিসি।‘ টাইটেল ৪২ এর অধীনে, মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে আসা অধিকাংশ অভিবাসীদের তাদের মাতৃভুমিতে ফেরত পাঠানো হয়। মূলত, যুক্তরাষ্ট্রের দক্ষিনবর্তী সীমান্তে এটি বেশি ব্যবহৃত হয়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়কালে এই পলিসি গৃহীত হয়। করোনা বিস্তাররোধে এই পলিসি গৃহীত হয়েছিলো বলে তখন দাবি করা হয়েছিলো। শুক্রবারে (০১ জুলাই) সিডিসি জানায়, পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন আর এরকম কোন পলিসির প্রয়োজেন নেই। এলএবাংলাটাইমস/এমডব্লিউ