আমেরিকা

সরকারিভাবে গাঁজা বৈধ করার আদেশ দেওয়া হলো

কংগ্রেসের হাউসে ভোটের মাধ্যমে সরকারিভাবে গাজাকে বৈধ করার আদেশ দেওয়া হয়েছে। ২২০-২০৪ ভোটের মাধ্যমে বিলটি পাশ করা হয়। রিপাবলিকান টম ম্যাককিলনটক অফ ক্যালিফোর্নিয়া, ব্রায়ান মাস্ট এন্ড ম্যাট গেইটজ ডেমোক্রেটদের সাথে অবস্থান নিয়ে বিলটি পাশ করা হয়। অপরদিকে, ডেমোক্রেট হেনরি কুলার এবং ক্রিস পাপাস এই বিলটির বিরুদ্ধে ভোট দেন। বিলটি উত্থাপন করেন ডেমোক্রেটিক জেরি নেডলার। এই বিলের মাধ্যমে সরকারি কর্মকর্তারা গাঁজার ব্যবহারকে আইনীভাবে অপরাধ হিসেবে গণ্য করতে পারবে না। এছাড়া, এই বিলের মাধ্যমে পোস্ট-ট্রমাটিক ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য গাঁজার ব্যবহার অনুমোদন দেওয়া যাবে। এছাড়া, যারা গাঁজা মজুদকরণ, ব্যবহার এবং গাঁজা সম্পর্কিত অহিংস মামলাগুলোতে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ মুছে যাবে। মেজোরিটি লিডার হোয়ের বলেন, ‘এই বিলের মাধ্যমে আমরা ভিন্ন বর্ণের ব্যক্তিদের বিরুদ্ধে বৈষম্যকরণ কমাতে পারবো। এইরকম অভিযোগের কারণে অনেকেই তাদের ফেডারেল বেনিফিট, আর্থিক সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে।‘ এলএবাংলাটাইমস/এমডব্লিউ