আমেরিকা

এইচ-ফোর ভিসাধারীদের কাজের সুযোগ তৈরির প্রস্তাবনা বিল উত্থাপন

যুক্তরাষ্ট্রে এইচ-ফোর ভিসাধারীদের স্বয়ংক্রিয়ভাবে কাজের সুযোগ তৈরির অনুমোদন করতে বৃহস্পতিবার এক প্রস্তাবনা বিল রেখেছেন আমেরিকার দুই নারী কংগ্রেসম্যান। তাঁরা জানান, মূলত আমেরিকার ব্যবসায় কর্মী সংকট মেটাতে ইএবং মাইগ্রেন্ট পরিবারগুলোর সাহায্য করা এই প্রস্তাবনার উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রে বসবাসরত এইচ-ওয়ান, এইচ-টুএ, এইচ-টুবি এবং এইচ-থ্রি ভিসাধারীদের সাথে বসবাসরত স্বামী বা স্ত্রী বা সন্তানেরা এইচ-ফোর ভিসার অধিকারি হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক এইচ-ফোর ভিসাধারীই নিজেদের ক্ষেত্রে দক্ষ কর্মী এবং আগের অভিজ্ঞতা বা নিজেদের ব্যবসা ছিল। এই প্রস্তাবনা জারি করেন কংগ্রেসওম্যান ক্যারোলাইন বোরডিওক্স এবং মারিয়া এলভিরা সালাজার। বর্তমান এইচ-ফোর ওয়ার্ক অথোরাইজেশন অ্যাক্ট আইনের পরিবর্তন চান ও এইচ-ওয়ানবি স্পাউস ভিসাধারীদের সরাসরি কাজের সুযোগ তৈরি করতে চান। তাঁরা বলেন, এর ফলে অ্যামপ্লয়মেন্ট অথোরাইজেশন ডকুমেন্ট (ইএডি) এর জন্য I-765 এর ডকুমেন্ট তাদের সাবমিট করতে হবে না। এলএবাংলাটাইমস/ওএম