আমেরিকা

করোনায় আক্রান্ত হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি

হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মেম্বার অব কংগ্রেসদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি বয়েসী যিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। বৃহস্পতিবার তাঁর মুখপাত্র জানান, শীর্ষ ডেমোক্রেটিক এই নেতার শরীরে করোনার কোনো লক্ষণ নেই। ন্যান্সি পেলোস্যার বয়স ৮২। তিনি সর্বশেষ মঙ্গলবার হোয়াইট হাউজ ভ্রমণে এসে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে আলিঙ্গন করেন ও প্রেসিডেন্ট জো বাইডেনের একান্ত সাক্ষাতে যোগ দেন। যুক্তরাষ্ট্রের নতুন করোনাবিধি অনুসারে, যাদের টিকা গ্রহণ সম্পন্ন হয়েছে তাদের করোনা এক্সপোজার হলে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। হোয়াইট হাউজ জানায়, বারাক ওবামা ও জো বাইডেন দুইজনই টিকা গ্রহণ করেছেন। বুধবার জো বাইডেনের করোনা পরীক্ষা করানো হয় এবং সেখানে নেগেটিভ আসে। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) গাইডলাইন অনুসারে তিনি ঝুঁকিতে নেই। পেলোসির মুখপাত্র ড্রিউ হ্যামিল জানান, স্পিকার বুস্টার ডোজসহ প্রতিটি টিকাই নিয়েছেন। এজন্য তিনি বেশ ভালো সুরক্ষায় আছেন। এলএবাংলাটাইমস/ওএম