আমেরিকা

আইওয়ার নাইটক্লাবে বন্দুক হামলা: মৃত ২, আহত ১০

আইওয়ার কেডার র‍্যাপিডস এর এক নাইটক্লাবে বন্দুক হামলার ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৯ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটেছে। পুলিশ এক সংবাদ বিবৃতিতে জানান, রাত ১টা ৩০ মিনিটে দিকে ট্যাবু নাইটক্লাব অ্যান্ড লাউঞ্জে এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে। পুলিশের পেট্রোল টিম ওই অবস্থান থেকে কাছাকাছি থাকায় দ্রুত ঘটনা নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই বন্দুক হামলার ঘটনায় কতোজন জড়িত ছিল সেটা এখনও জানাইয়নি পুলিশ। এছাড়া ঠিক কোন কারণে হামলা শুরু হয়েছে কিংবা কাউকে আটক করা হয়েছে কী না, সেটিও এখনো জানায়নি পুলিশ। তবে এখন জনসাধারণের জন্য হুমকির কোনো কারণ নেই বলেও তিনি জানান। কেডার র‍্যাপিডস চিফ ওয়েন জারম্যান রবিবার এক বিবৃতিতে জানান, ‘নাইটক্লাবে বন্দুক হামলার ঘটনাটি খুবই বেদনাদায়ক ঘটনা। এই বিষয়টি নিয়ে জোর তদন্ত শুরু করা হয়েছে’। তদন্তকারী দল প্রত্যক্ষদর্শী এবং ক্রাইম সিন তদন্ত করে দেখছে বলে জানিয়েছে। তবে পুলিশ আহত বা মৃতদের কোনো নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি। নাইটক্লাবে ৯০ দশকের থিম পার্টি চলছিল এবং জনপ্রতি ১০ ডলার করে চার্জ ধার্য্য করা হয়েছে। হামলার পর থেকে নাটক্লাবের মালিক পুলিশকে সহায়তা করছে। এলএবাংলাটাইমস/ওএম