আমেরিকা

ফ্রিজারের ভিতর প্রাণীর ১৮৩টি মৃতদেহ, আটক ১ ব্যক্তি

ফ্রিজারের ভিতর থেকে ১৮৩টি প্রাণীর দেহসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রাণীগুলোর মধ্যে কুকুর, বিড়াল এবং পাখির দেহ ছিল। দ্য মোহেভ কাউন্টি শেরিফ অফিস সূত্র জানিয়েছে, মিশেল প্যাট্রিক টারল্যান্ড (৪৩) নামের এক ব্যক্তি জানিয়েছেন তিনি ফ্রিজের ভেতর প্রাণীদের সংরক্ষণ করতেন এবং অনেক প্রাণীই আছে যাদের জীবন্ত অবস্থায় ফ্রিজে রাখা হতো।     তার বিরুদ্ধে ৯৪টি অ্যানিমেল ক্রুয়েলিটির অভিযোগ আনা হয়েছে। শেরিফের মুখমাত্র আনিতা মোর্টেনসেন জানান, প্রকাশিত ছবিতে যা দেখা গেছে তা খুবই ভয়ানক এবং হৃদয়বিদারক। কর্তৃপক্ষ এখন প্যাট্রিক টারল্যান্ডের স্ত্রীকে ব্রুকলিন বেক এ খুঁজছে। পুলিশ জানায়, এক গোপনীয় নাম্বার থেকে ফোন দিয়ে অভিযোগ করা হয় যে, টারল্যান্ডকে সাপের বাচ্চা ফুটিয়ে দিতে তাকে বেশ কয়েকটি সাপ দেওয়া হয়েছিল কিন্তু সে কয়েকমাস পর উধাও হয়ে যায় এবং সাপগুলো ফেরত দিতে অসমর্থ হোন।   পুলিশ জানান, বাড়ির মালিক অ্যাপার্টমেন্ট পরিষ্কার করতে এসে দেখে ফ্রিজের ভিতর ভর্তি মৃতদেহ। এর মধ্যে বেশ কয়েকটি সাপও ছিল।   এছাড়া প্রাণীগুলোর মধ্যে কুকুর, কচ্ছপ, লিজার্ডস, সাপ, ইঁদুর এবং খরগোশসহ আরও অনেক প্রাণীর মৃতদেহ উদ্ধার করা হয়। এলএবাংলাটাইমস/ওএম