আমেরিকা

মার্কিন গোয়েন্দা উপগ্রহ নিক্ষেপ করলো স্পেসএক্স

রবিবারে (১৬ এপ্রিল) ভানডারবার্গ স্পেস ফোর্স বেস থেকে একটি স্পেসএক্স ফ্যালকন ৯ রকেট সফলভাবে একটি মার্কিন গোয়েন্দা উপগ্রহ মহাশূন্যে নিক্ষেপ করেছে। ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানি ফ্যালকন ৯ নির্মাণ করে। মূলত, বারবার রকেট তৈরি না করে এক রকেট যাতে বহুবার ব্যবহার করা যায় এই প্রচেষ্ঠা থেকেই ফ্যালকন ৯ এর জন্ম। রবিবারে ব্যবহৃত রকেটটি ফেব্রুয়ারিতে ব্যবহৃত এনআরও পেলোড উৎক্ষেপণে ব্যবহৃত হয়েছিলো। স্পেসএক্স স্যাটেলাইট এবং কার্গো লঞ্চে কয়েক ডজন বার বুস্টার এবং মহাকাশযান পুনরায় ব্যবহার করেছে। গত বছর এটি মহাকাশচারী সহ একটি মিশনের জন্য পুনরায় ব্যবহার করা হার্ডওয়্যার ব্যবহার করেছে যা ইতিহাসে প্রথম। এলএবাংলাটাইমস/এমডব্লিউ