আমেরিকা

পদত্যাগ করছেন হ্যারিসের চিফ অফ স্টাফ টিনা ফ্লোরনে

ভাইস-প্রেসিডেন্ট কামালা হ্যারিসের চিফ অফ স্টাফ টিনা ফ্লোরনে এই বসন্তে পদত্যাগ করছেন। ফ্লোরনে একটি ইমেইলে জানান তিনি ভাইস-প্রেসিডেন্টের কাছে কৃতজ্ঞ এবং তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন,’ আমার ইচ্ছে ছিলো সবাইকে একান্তভাবে আমার পদত্যাগের কথা জানানো। আমি অবশ্যই আগামী দিনগুলোতে আপনাদের সবার সাথে কথা বলবো। আমি তখন আরো সুন্দর এবং কাব্যিক ভাষা ব্যবহার করে আমার অনুভূতিগুলো ব্যক্ত করবো। ভাইস-প্রেসিডেন্টের হয়ে কাজ করা আমার জন্য অনেক সম্মানজনক ছিলো। একান্তভাবে ভাইস-প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে দেখা এবং চেনা আমার জন্য অনেক আনন্দের ছিলো।‘ ফ্লোরনের স্থলাভিষিক্ত হতে চলেছেন লোরেন ভোলস। এই  প্রবীণ ডেমোক্রেট যোগাযোগ কৌশলবিদ গত গ্রীষ্মে হ্যারিসের অফিসে উপদেষ্টা হিসাবে যোগদান করেছিলেন। ভোলস "সাংগঠনিক উন্নয়ন, কৌশলগত যোগাযোগ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা"এর উপর কাজ করবেন। এলএবাংলাটাইমস/এমডব্লিউ