আমেরিকা

টেক্সাসে ৩৫ মিলিয়ন ডলারের মেটাফেটামিন আটক

স্ট্রবেরি পিউরের মাঝ থেকে প্রায় ১ টন মেটাফেটামিন উদ্ধার করেছে ইউএস কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন অফিসাররা। ১২ এপ্রিল টেক্সাসের লারেডো শহরে ডিউটিরত এক সিবিপি অফিসার মেক্সিকো থেকে আগত এক ট্রাক্টরকে পরীক্ষণের উদ্দেশ্যে থামান। পরীক্ষণকালে, স্ট্রবেরি পিউরের মাঝ থেকে মাদক উদ্ধার করা হয়। সিবিপি জানায়, গভীরভাবে পরীক্ষণ করার পর কার্গো থেকে ১৫৮ প্যাকেট মেটাফেটামিন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মেটাফেটামিনের ওজন প্রায় ১ হাজার ৬৭১ পাউন্ড যার বাজারমূল্য প্রায় ৩৫ দশমিক ২ মিলিয়ন ডলার। লারেডো পোর্টের ডিরেক্টর এলবার্ট ফ্লোরেস বলেন, ‘এইরকম বৃহৎ আকারে মেটাফেটামিন প্রমাণ করে যে আমাদের দেশ আজ ভয়াবহ বিপদের সম্মুখীন। আমাদের ফ্রন্টলাইনের অফিসারের সাথে প্রযুক্তি ব্যবহার করে আমাদের সীমান্ত নিরাপদ রাখতে হবে’। এলএবাংলাটাইমস/এমডব্লিউ