আমেরিকা

মিলিটারি কোর্টে দোষী সাব্যস্ত মার্কিন এয়ার ফোর্সের জেনারেল অফিসার

শনিবারে (২৩ এপ্রিল) একজন ইউএস এয়ার ফোর্স জেনারেল আফিসারকে মিলিটারি কোর্টে যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বপ্রথম কোন জেনারেল অফিসারকে মিলিটারি কোর্টে দোষী হিসেবে চিহ্নিত করা হয়েছে। মেজর জেনারেল উইলিয়াম টি কুলি বিরুদ্ধে ৩টি যৌন নিপীড়নের অভিযোগ তোলা হয়েছিলো। সব অভিযোগই ২০১৮ সালে নিউ মেক্সিকোতে ঘটে যাওয়া একটি ঘটনার সাথে সম্পর্কিত। একজন সিনিয়ন মিলিটারি জজ উইলিয়ামকে প্রথম অভিযোগে দোষী হিসেবে ঘোষণা দেন। উইলিয়ামের বিরুদ্ধে জোর করে ভুক্তভোগীকে চুম্বন করার অভিযোগ প্রমাণিত হয়। বাকিদুই অভিযোগের সত্যতা আদালত পায়নি। উইলিয়াম নিজেকে নির্দোষ হিসেবে দাবি করেছে। এয়ার ফোর্স ভুক্তভোগীর নাম প্রকাশ করেনি। কিন্তু ভুক্তভোগী নিজের পরিচয় গোপন রেখে তাঁর সাথে উইলিয়ামের সম্পর্ক সংবাদমাধ্যমে প্রকাশ করার অনুমতি দিয়েছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ